খুলনা অফিস :
খুলনায় করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সাড়ে ৯হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার খুলনা খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কর্মহীন নিন্মআয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের মাঝে চাল, ডাল, আলু, সাবান, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে প্রাথমিক পর্যায়ের বিতরণ শেষ হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য সহায়তা প্রদান করেন।
এ সময় সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক পদক্ষেপের কারণে করোনাভাইরাস আজ নিয়ন্ত্রণে রয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে খুলনা থেকে কোন অবস্থাতেই মানুষকে বের হতে দেওয়া হবেনা এবং প্রবেশ করতে দেওয়া হবে না। তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ-রোধে শারীরিক দূরত্ব বজায় নিশ্চিত করা সকলের দায়িত্ব। দূরত্ব বজায় রেখে নিজেকে নিরাপদ রাখতে হবে এবং অন্যকে নিরাপদ রাখতে সহায়তা করতে হবে।
বাইরে বের না হয়ে ঘরে থাকতে হবে। ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে তবেই আমরা মহামারী এ দুর্যোগ থেকে রক্ষা পেতে পারি।খাদ্য সামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আমিনুল ইসলাম মুন্নাসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইতোমধ্যে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে নগরীর ৩১টি ওয়ার্ডে প্রথম ধাপে প্রতিটি ওয়ার্ডের তিনশ জন করে নিন্মআয়ের মানুষের মাঝে ১০ কেজি করে মোট ৯৩ হাজার মেট্রিক টন চাল এবং এক কেজি করে আলু, ডাল, লবণসহ কর্মহীন নিন্মআয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।