হোম অন্যান্যসারাদেশ খুলনায় মানবিক বাংলাদেশ সোসাইটি’র পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান

খুলনায় মানবিক বাংলাদেশ সোসাইটি’র পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান

কর্তৃক
০ মন্তব্য 98 ভিউজ

খুলনা অফিস :
ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মানবিক বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে খুলনা জেলার কয়রা উপজেলায়।
সংগঠনটির চেয়ারম্যান তমিজী হকের পক্ষ থেকে খুলনার কয়রা উপজেলার বিভিন্ন এলাকায় এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
সোমবার দুপুরে কয়রার উত্তর বেদকাশী ইউনিয়নের গাজী পাড়া ও হাজত খালি এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেন মানবিক বাংলাদেশ সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম বাদশা।এ সময় উপস্থিত ছিলেন উত্তর বেদকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সরদার নুরল ইসলাম কোম্পানি, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ লুৎফর রহমান ও সরদার মতিয়ার রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য গণেশ চন্দ্র মন্ডল, ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম সজিব, কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক নেতা জিএম আকতারুল ইসলাম সৌরভ, মানবিক বাংলাদেশ সোসাইটি ডুমুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন প্রমূখ।
এর আগে সকালে মহারাজপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।এ সময় মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাবলুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া রোববার বিকালে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ঘড়িলাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করেন মানবিক বাংলাদেশ সোসাইটির সভাপতি নুরুল ইসলাম বাদশা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন