খুলনা অফিস :
মোবাইল ফোন-ভিত্তিক অর্থ আদান প্রদানের পরিষেবা ‘বিকাশ’ এর নাম করে প্রতারণার নতুন ফাঁদ পেতে বসেছে একটি অসাধু চক্র। মানুষের না জানার সুযোগকে কাজে লাগিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে তারা। খুলনার স্থানীয় দৈনিক প্রবাহ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক কামরুল হোসেন মনি প্রতারণার শিকার হয়েছেন। এ ব্যাপারে তিনি খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।
(জিডি নং ৩৫৮,তারিখ : ০৯-০৭-২০) জিডিতে তিনি উল্লেখ করেন গত ৯ জুলাই সকাল আনুমানিক ৮টার সময় বিকাশের কমর্কতা পরিচয় দিয়ে এক ব্যাক্তি বলে “আপনার ব্যবহৃত বিকাশ হিসেবে অনেক লভ্যাংশ জমা পড়ে্েছ। ওই লভ্যাংশ পেতে আমার নিজের বিকাশ নম্বরে ১৯৮০০ টাকা সেন্ড করতে বলে। আমি সরল বিশ্বাসে উক্ত টাকা আমার বিকাশ একাউন্টে সেন্ট করি।
পরর্বতীতে আমার বিকাশ হিসাবে ঢুকার চেষ্টা করে দেখতে পাই আমার বিকাশটি ব্লক করে দিয়েছে। সেই মুহু্র্ খুলনার শিববাড়ি মোড়ে বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করি। তারা জানায় যে মোবাইল নম্বর ০১৮১৯ -৭৭৫৭০১ দ্বারা আমার হিসাব বøক করে পর্যায়ক্রমে ৬৭৭৫; ২০০; ১৮০০০; এবং ৮০০ টাকা সর্বমোট ২৫৭৭৬ টাকা নিয়ে নেয়া হয়েছে। উল্লেখ্য উক্ত বিষয় আমি খুলনা বিকাশ কাস্টমারে একটি অ্ভিযোগ দায়ের করি। যাহার নং ৬১৯৫১৫১ তাং ০৯-০৭-২০২০”।
এ ব্যাপারে সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, তদন্ত চলছে খুব শিগগিরই চক্রটিকে আটক করতে পারবো বলে আশা করি।