হোম অন্যান্যসারাদেশ খুলনায় প্রথম করোনা রোগী সনাক্ত , বাড়ী লকডাউন

খুলনায় প্রথম করোনা রোগী সনাক্ত , বাড়ী লকডাউন

কর্তৃক
০ মন্তব্য 139 ভিউজ

খুলনা অফিস :

খুলনায় আজিজুর রহমান নামে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। নগরীর ছোট বয়রা করিমনগর এলাকার বাসিন্দা তিনি। তার বয়স ৬২ বছর। সোমবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনার পজিটিভ ধরা পড়ে। তিনি গত ৪ এপ্রিল নরসিংদী ও ঢাকাসহ বিভিন্ন স্থানে তাবলীগ জামাতে অবস্থা শেষে খুলনায় ফেরেন। সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ জানান, আক্রান্ত ব্যক্তি আইসোলেশনে আছেন।

তাকে যথাযথ চিকিৎসা প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। স্থানীয়রা জানান, করোনা পজিটিভ হওয়া ওই ব্যক্তি চারমাস আগে তাবলীগ জামাতে অংশ নিতে বাড়ী থেকে বের হন। ইতিমধ্যেই তিনি নরসিংদীতে অবস্থানের পর সর্বশেষ ঢাকায় আসেন। ঢাকায় ১০দিন অবস্থান করে গত ৪এপ্রিল তিনি খুলনায় ফেরেন। তখন থেকেই তিনি বাড়ীতে অবস্থান করছিলেন।

গত কয়েকদিন ধরে তার সর্দি ও কাশি শুরু হয়। পরে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে চিকিৎসকদের সন্দেহ হলে তার করোনা টেষ্ট করান। টেষ্টে তার শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। তাকে নিজের বাসাতেই আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তার বাড়িটি লকডাউন করা হয়েছে। । এদিকে, স্থানীয়রা জানান, করোনা পজিটিভই ব্যক্তি গত ৯/১০দিন ধরে নগরীর বয়রা বাজার, মেডিকেল কলেজ হাসপাতাল, নিউ মার্কেট ও আর্ট কলেজ এলাকায় অবাধে ঘোরাঘুরি করেছেন। এতে এলাকার মানুষ আতংকের মধ্যে রয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন