হোম অন্যান্যসারাদেশ খুলনায় পাটকল শ্রমিকদের নামে মামলা, আটক ১৩

খুলনায় পাটকল শ্রমিকদের নামে মামলা, আটক ১৩

কর্তৃক Editor
০ মন্তব্য 177 ভিউজ

খুলনা অফিস :

খুলনায় গ্রেফতার হওয়া পাটকল শ্রমিক ও বাম জোটের ১৪ নেতাকর্মীর নাম উল্লেখসহ আরো ২০০-২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রাতে খানজাহান আলী থানায় এই মামলা দায়ের করা হয়।
সোমবার দুপুরে খুলনা-যশোর মহাসড়কে ইস্টার্ন গেট এলাকায় অবরোধ কর্মসূচি থেকে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহবায়ক অ্যাডভোকেট কুদরত-ই খুদা সহ ওই ১৪ জনকে আটক করা হয়। তবে রাত সাড়ে ১১টার দিকে কুদরত-ই খুদাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এ মামলায় ১৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর একজন পলাতক রয়েছেন।গতকাল মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হয় বলে জানিয়েছেন খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস।
সিপিবি জেলা সদস্য মন্ডলির সদস্য সুতপা বেদজ্ঞ জানান, সিপিবি নেতা এস এ রশীদ, মিজানুর রহমান বাবু, বাসদ নেতা জনার্দন দত্ত নান্টু, শ্রমিক নেতা অলিয়ার রহমান সহ মোট ১৪ জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আদালতে তাদের জামিনের আবেদন জানানো হচ্ছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন