খুলনা ব্যুরো :
খুলনায় করোনাভাইরাস জনিত পরিস্থিতিতে দু:স্থ্য ও কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি। বুধবার খুলনা জেলা পরিষদ চত্বরে ত্রাণ সামগ্রী বিতরণ করেন খুলনা জেলা পরিষদ ও খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। এদিন খুলনার ৯টি উপজেলার প্রায় ৫শ’ পরিবারের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মকবুল হোসেন মিন্টু,নির্বাহী সদস্য আবু জাফর,ফারহানা হালিম,এজাজ আহম্মেদ,জয়ন্তী রানী সরদার,ইউনিট কর্মকর্তা মঈনুল ইসলাম পলাশ এবং যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
এ সময় রেড ক্রিসেন্ট চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ বলেন, প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে মানুষ কর্মহীন ও অসহায় হয়ে পড়েছে। এ অবস্থায় দুস্থ ও কর্মহীন মানুষের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতে যে কোন সংকট ও দুর্যোগে রেড ক্রিসেন্ট সোসাইটি অসহায় মানুষের পাশে দাঁড়াবে এবং কার্যক্রম অব্যাহত রাখবে।
পূর্ববর্তী পোস্ট