হোম জাতীয় খুলনায় ছাত্র-জনতার গণমিছিলে পুলিশের বাধা, গুলি-টিয়ারশেল

খুলনায় ছাত্র-জনতার গণমিছিলে পুলিশের বাধা, গুলি-টিয়ারশেল

কর্তৃক Editor
০ মন্তব্য 37 ভিউজ

জাতীয় ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিলে বাধা দিয়েছে পুলিশ। এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি-টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা যায় পুলিশকে। চলে দফায় দফায় সংঘর্ষ।

শুক্রবার (২ আগস্ট) দুপুর ৩টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী নগরীর জিরো পয়েন্ট থেকে গল্লামারি এলাকা পর্যন্ত এ ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়।

এর আগে দুপুর আড়াইটার দিকে কোটা আন্দোলন ঘিরে দেশব্যাপী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যা, নির্যাতন ও আটকের প্রতিবাদে শিক্ষার্থীরা নিউমার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। এরপর তারা মিছিল সহকারে খুলনা বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার পথে সোনাডাঙ্গা থানায় ইটপাটকেল নিক্ষেপ করে। সেখান থেকে মিছিলটি খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে ও জিরো পয়েন্ট এলাকায় পৌঁছে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

তবে অবরোধকারীদের সরিয়ে দিতে গেলে শিক্ষার্থী-আন্দোলনকারী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে আন্দোলনকারীরাও পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। প্রায় দুই ঘণ্টাব্যাপী থেমে থেমে চলে এ সংঘর্ষের ঘটনা। টিয়ারশেল থেকে বাঁচতে সড়কের বিভিন্ন স্থানে আগুন জালায় শিক্ষার্থীরা। পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

এসময় জিরো পয়েন্ট ও গল্লামারী দুই পাশেই শিক্ষার্থী প্রতিনিধি ও পুলিশের পক্ষ থেকে সমঝোতায় আসার চেষ্টা করা হয়। তবে তীব্র বিক্ষোভের মুখে কয়েকবার ভেস্তে যায় সেই চেষ্টা। জিরোপয়েন্ট এলাকায় সমঝোতায় আসতে না পারায় বাঁধে সংঘর্ষ। তবে গল্লামারী অংশে আলোচনা শেষে পুলিশ সদস্যদের পিছু হটতে দেখা যায়।

আন্দোলনকারাীরা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা দোয়া ও ছাত্র-জনতা গণমিছিল কর্মসূচিতে দুপুরে নিউ মার্কেট এলাকায় যেতে দিচ্ছে না পুলিশ। তারা আমাদের ফিরিয়ে দিচ্ছে। বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বাধা দিচ্ছে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাই। দুপুর ২ টার পর শিক্ষার্থীরা বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে গণমিছিল করে। বিকেল ৩টার দিকে তারা বিভিন্ন সড়ক ঘুরে শিববাড়ি, সোনাডাঙ্গা ও গল্লামারী হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নেয়। পরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা ও টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। এতে অনেকেই আহত হয়েছে। এভাবে শিক্ষার্থীদের আন্দোলন দমানো যাবে না। বিকেল ৫ টা পর্যন্ত শিক্ষার্থী এবং পুলিশ সড়কে মুখোমুখি অবস্থান করছিল।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন