খুলনা অফিস :
খুলনা মহানগরীতে মাদক বিরোধী অভিযানকালে গোয়েন্দা পুলিশের সোর্স নিহতের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে র্যাব-৬। রোববার দিবাগত রাতে নগরীর লবনচরার আশিবিঘা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা র্যাবের কাছে ইতোমধ্যে স্বীকার করেছে- মামলার মূল আসামী দুলাল তালুকদারের সাথে পরস্পর যোগসাজসে এঘটনা ঘটিয়েছে।
আটককৃতরা হল- লবনচরার বাঙ্গালীগলির দক্ষিণ মোল্লাপাড়ার মোঃ বদি মোল্লার ছেলে মোঃ বাপ্পী মোল্লা (২৩), মোল্লাপাড়া মসজিদ গলির মোঃ আজারুল ইসলাম আজুর ছেলে মোঃ তরিকুল ইসলাম তারেক (২২) এবং মহিরবাড়ী ছোট খালপাড় এলাকার আশিকুর রহমান নিরুর ছেলে মোঃ নাইমুর রহমান আকাশ (১৯)। চাঞ্চল্যকর হত্যা মামলায় জড়িত অন্য আসামীদের গ্রেফতারে র্যাবের গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে। র্যাব-৬ গতকাল সোমবার ই-মেইল বার্তায় এসব তথ্য জানিয়েছে।
প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে নগরীর লবণচরা থানাধীন বান্দাবাজার এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তিনজন সোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে ইয়াবা বিক্রেতা আটকের অভিযানে যায়। সেখানে পূর্ব পরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা ইয়াবা বিক্রেতা চক্রের সদস্যরা অভিযান দলের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে গোয়েন্দা পুলিশের একজন এএসআইসহ অপর দু’জন সোর্স গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে কাছাকাছি থাকা গোয়েন্দা পুলিশের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত সদস্যদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোর্স শফিকুল ইসলামকে (৩৫) মৃত ঘোষণা করেন। এঘটনায় লবণচরা থানায় একটি হত্যা মামলাসহ দু’টি পৃথক মামলা দায়ের করা হয় (যার নং-০৯ ও ১০, ১৩-০১-২০২১)।