খুলনা অফিস :
খুলনার দিঘলিয়া উপজেলায় এক গৃহবধুকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। এদিকে এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মামলা করেছেন ভুক্তভোগীর মা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার গাজীরহাট শ্বশুর বাড়ি থেকে সেনহাটী কাটানীপাড়ায় বাবার বাড়ি যাচ্ছিলেন গৃহবধূ (১৮)।
হাজীগ্রাম সড়কে আসলে সেনহাটী ২নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান ওরফে মীর্জার ছেলে ডালিম সরদার (৩০) নামে এক যুবক গৃহবধূকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তাঁর সঙ্গ নেয়। কিছুদূর যাওয়ার পর ডালিম সরদারের সাথে যোগ দেয় অজ্ঞাতনামা আরো ২/৩ যুবক। এরপর গৃহবধূকে ভয়ভীতি প্রদর্শন করে পার্শ¦বর্তী মাছের ঘেরে নিয়ে দুর্বৃত্তরা ধর্ষন করে।
ওই গৃহবধু বাড়ি পৌঁছে ঘটনাটি তাঁর মাকে খুলে বললে ঘটনার রাতেই মা এবং মেয়ে দিঘলিয়া থানায় উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসানউল্লাহ চৌধূরীকে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। ঘটনার সত্যতা পাওয়ার পর দিঘলিয়া থানা পুলিশ বুধবার সকালে শারীরিক পরীক্ষার জন্য মেয়েটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নির্যাতনের শিকার মেয়েটির ডাক্তারী পরিক্ষা সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে ঘটনার শিকার মেয়েটির মা বাদী হয়ে বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে ডালিম সরদারসহ অজ্ঞাত আরো ২/৩ জনকে অভিযুক্ত করে দিঘলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন (যার নং-৯)।
ওসি মোঃ আহসানউল্লাহ চৌধূরী জানান ঘটনার পর থেকেই আসামীদের ধরতে অভিযান চালু রাখা হয়েছে। এখন পর্যন্ত কেউ আটক নেই।
এদিকে আসামী ডালিম সরদারসহ জড়িতদের ধরতে গতকাল বৃহস্পতিবার এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী।
s
