খুলনা অফিস :
খুলনায় রানী মন্ডল (১৯) নামে পলিটেকনিক কলেজের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার সকালে নগরীর সোনাডাঙ্গা এলাকার একটি ছাত্রীবাসে ফ্যানের সাথে গলায় রশি আটকে আত্মহত্যা করে। সে নগরীর সিটি পলিটেকনিকের ল্যাবরেটরি মেডিসিন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলো। সে বাগেরহাট জেলার মংলা উপজেলার গৌর মন্ডলের মেয়ে।
সোনাডাঙ্গা থানার ওসি মমতাজ জানান, সকালে ওই মেয়ের লাশ ছাত্রীবাসের ফ্যানের আংটার সাথে ঝুলতে দেখে মেসের অন্য মেয়েরা তাকে সেখান থেকে নামিয়ে আনে। স্থানীয়দের সহযোগীতায় দ্রত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। প্রেমের সম্পর্কের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।