খুলনা অফিস :
খুলনায় গত ২৪ ঘন্টায় করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এসময় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরো দু’জন।
হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান, নগরীর দৌলতপুর থানার পাবলা কবীর বটতলা এলাকার করোনা রোগী নেসার উদ্দিন (৫৬) কে গত ২০ জুন করোনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।
নগরীর টুটপাড়া দিলখোলা রোডের ঠিকাদার মোঃ ওমর ফারুককে (৫৪) গত ২০ জুন করোনা হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকাল ১১টায় তার মৃত্যু হয়েছে।
তিনি জানান, এর আগে মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১১টায় বাগেরহাটের ফকিরহাটের ডা. উপেন্দ্রনাথ এবং বুধবার সকাল সাড়ে ৬টায় নগরীর শেখপাড়া এলাকার জালাল উদ্দিন (৭২) নামে ২ জন রোগীর মৃত্যু হয়।এ নিয়ে খুলনায় করোনা আক্রান্ত ১৮ জনের মৃত্যু হলো।
এদিকে খুলনায় করোনা উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু হয়েছে। বুধবার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মিজানুর রহমান।
মৃত ব্যক্তিরা হলেন-খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে মো. রফিকুল ইসলাম (৫০) ও কয়রা উপজেলার ঘুগরাকাঠি গ্রামের সোহেল উদ্দিন সানার ছেলে আব্দুল কাদের সানা (৫০)।
আরএমও ডা. মিজানুর রহমান জানান, দুইদিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার রাত পৌঁনে ১২টায় রফিকুল ইসলাম খুমেকের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।
অপরদিকে, জ্বর ও শ্বাসকষ্ট অবস্থায় মঙ্গলবার দুপুর পৌঁনে ২টায় আব্দুল কাদের সানা খুমেকের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১টায় তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান ডা. মিজানুর রহমান।
পূর্ববর্তী পোস্ট