বাণিজ্য ডেস্ক :
বৈরী আবহাওয়ার কারণে খুলনার রূপসার পাইকারি বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ কমেছে। এতে প্রকারভেদে সব মাছেরই দাম বেড়েছে। অন্যদিকে ইলিশের সরবরাহ কিছুটা স্বাভাবিক থাকলেও দাম আকাশছোঁয়া। তবে আগামী কয়েক দিনে আবারও বাজার চাঙা হওয়ার আশা করছে কর্তৃপক্ষ।
খুলনার সবচেয়ে বড় পাইকারি মাছ বাজার রূপসা। ভোর থেকে ক্রেতা-বিক্রেতার আনাগোনায় বেশ জমজমাট। চলছে হাঁকডাকে মাছ বিক্রি।
তবে চাহিদার তুলনায় বাজারে মাছের দেখা নেই। স্বল্প পরিসরে পাওয়া যাচ্ছে পাঙাশ, তেলাপিয়া, শিং, কই, রুই, কাতল মাছ। এতে সব ধরনের মাছের দামই ঊর্ধ্বমুখী।
এ বাজারে বড় ইলিশ ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়, ছোট ইলিশ ৭০০ টাকায়, প্রতি কেজি পাঙাশ ১৫০ থেকে ১৬০ টাকায়, রুই ৩০০ থেকে ৩২০ টাকায়, কই ২০০ টাকায়, শিং ৩৮০ থেকে ৪০০ টাকায় এবং তেলাপিয়া ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীদের দাবি, সাগরে নিম্নচাপ থাকায় কয়েক দিন ধরে মাছের সরবরাহ কম। এ ছাড়া জ্বালানি তেলের দাম বাড়ায় অন্যান্য জেলা থেকেও কম মাছ আসছে। এ কারণে সপ্তাহ ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি মাছের দাম ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।
তবে আগামী কয়েক দিনের মধ্যেই মাছের বাজার স্বাভাবিক হবে এবং দামও কমে আসবে বলে মনে করছেন রূপসা সাদা মাছ আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান জন্টু।
উল্লেখ্য, খুলনার রূপসা পাইকারি বাজারে প্রতিদিন গড়ে পাঁচ লাখেও বেশি টাকার মাছ কেনাবেচা হয়।