হোম খুলনা খুলনায় আতশবাজি-ফানুস ও মশাল মিছিল নিষিদ্ধ

অনলাইন ডেস্ক:

খুলনা মহানগরীতে আতশবাজি-ফানুস উড়ানো ও মশাল মিছিল নিষিদ্ধ করেছে মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ১২টা থেকে এই নির্দেশ কার্যকর হবে।

মঙ্গলবার সন্ধ্যায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন এবং ইংরেজি নববর্ষের প্রাক্কালে ৩১ ডিসেম্বর খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় নগরবাসী স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন আনন্দ উৎসবে অংশগ্রহণ করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আনন্দ উৎসব উদ্‌যাপনের নামে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্য বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে থাকে। এ অবস্থায় খুলনা মেট্রোপলিটন পুলিশ মঙ্গলবার রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো, ফানুস উড়ানো ও মশাল মিছিল ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হলো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন