হোম অন্যান্যসারাদেশ খুলনায় অসহায় কর্মহীন দু:স্থ্য মানুষের মাঝে শালো এজি চাচের্র ত্রান সামগ্রী বিতরন

খুলনায় অসহায় কর্মহীন দু:স্থ্য মানুষের মাঝে শালো এজি চাচের্র ত্রান সামগ্রী বিতরন

কর্তৃক
০ মন্তব্য 86 ভিউজ

খুলনা অফিস :
খুলনায় করোনা প্রতিরোধে অসহায় কর্মহীন ও দু:স্থ্য মানুষের মাঝে শালো এজি চাচের্র পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। শুক্রবার নগরীর রূপসাস্থ চার্চ প্রাঙ্গনে দেড় শতাধিক অসহায়, কর্মহীন ও দু:স্থ্য মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন বাংলাশে এসেমব্লীজ অব গড চাচের্র সভাপতি রেভা. যোনাথান লিতু মুন্সি। এ সময় উপস্থিত ছিলেন চাচের্র পুরোহিত পাষ্টর সুভাষ রায়, চাচের্র সেক্রেটারী পাষ্টর জেমস অসিত বিশ্বাস,ইয়থ পাষ্টর জেমস মাঝি, পাষ্টর সুশীল তালুকদার, দিপক দাসসহ নেতৃবৃন্দ। এ নিয়ে খুলনা শালোম চাচের্র পক্ষ থেকে মহানগরীর এক হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন রা হল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন