হোম এক্সক্লুসিভ খুলনায় অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

জাতীয় ডেস্ক:

খুলনায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৪ জুলাই) দুপুর ১টার দিকে নগরীর রায়েরমহল আন্দিরঘাট ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়।

নগরীর হরিণটানা থানার ওসি (তদন্ত) রঞ্জন কুমার গাইন জানান, দুপুর ১টার দিকে স্থানীয় লোকজন আন্দিরঘাট ব্রিজ এলাকার কাশবনের মধ্যে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পরিচয় নিশ্চিত করার জন্য কাজ করা হচ্ছে। তার পরনে কালো স্যালোয়ার কামিজ ও কালো বোরখা ছিল। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা এবং কেন তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (সাউথ) মো. তাজুল ইসলাম জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, র‌্যাব ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। নিহত নারী ওই এলাকার বাসিন্দা নয় বলে স্থানীয় লোকজন জানিয়েছে। অন্য এলাকা থেকে তাকে এনে ওই কাশবনের মধ্যে নিয়ে হত্যা করা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন