খুলনা অফিস:
খুলনার রূপসায় ট্রাকের চাপায় মিম নামে ৮বছরের এক শিশু নিহত হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে রূপসার বীরশ্রেষ্ঠ রুহুল আমীণ সড়কে এ ঘটনা ঘটে। নিহত মিম নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকার ইব্রাহিম হোসেনের মেয়ে। পুলিশ জানায়, শিশু মিম দুপুর সাড়ে বারোটার দিকে রাস্তা পার হওয়ার সময় বীরশ্রেষ্ঠ রুহুল আমীন সড়কের লখপুর সী ফুডসের সামনে বালু বাহী দ্রুতগামী একটি ড্রাম ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। পুলিশ ট্রাক ও চালককে আটকের চেষ্টা করছে। রূপসায় শিশু নিহতের ঘটনায় ঘাতক ট্রাকটি পরে আটক করেছে পুলিশ।
পূর্ববর্তী পোস্ট