খুলনা অফিস :
খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ রূপসা উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সুধীসমাজ, চিকিৎসক ও থানা পুলিশের সদস্যদের সাথে করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রূপসা থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) রাজু আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন,
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ:রহমান, থানা অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন, পুলিশ পরিদর্শক(তদন্ত) সরদার ইব্রাহিম সোহেল, অধ্যক্ষ আল মামুন সরকার, ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল, কামাল হোসেন বুলবুল, জাহাঙ্গীর শেখ, সাধন অধিকারী,রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ: রাজ্জাক শেখ, টিএসবি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুল মজিদ শেখ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুল ইসলাম প্রমূখ।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মহামারী করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগনকে সচেতন করার জন্য সবাইকে একযোগে কাজ করার আহবান জানান। পরে পুলিশ সুপার রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশ সদস্যদের মধ্যে সুরক্ষা সামগ্রী (পিপিই ও মাক্স) প্রদান করেন।