হোম Uncategorized খুলনার বটিয়াঘাটা হতে ৬০ কোটি টাকার কষ্টি পাথরসহ ০২পাচারকারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৬

খুলনার বটিয়াঘাটা হতে ৬০ কোটি টাকার কষ্টি পাথরসহ ০২পাচারকারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৬

কর্তৃক
০ মন্তব্য 195 ভিউজ

খুলনা অফিস :
খুলনার বটিয়াঘাটা থেকে ৬০কোটি টাকার একটি কষ্টি পাথরসহ ২ পাচারকারীকে আটক করেছে র‌্যাব। সোমবার র‌্যাব-৬ খুলনার একটি টিম অভিযান চালিয়ে হাটবাটি গ্রাম থেকে এদেরকে আটক করে। র‌্যাব জানায়, জেলার বটিয়াঘাটা উপজেলার হাটবাটি গ্রামের সৈয়দ মোল্লা বাড়ির দক্ষিণ পাশে কতিপয় ব্যক্তি কথিত কষ্টি পাথর ক্রয়-বিক্রয় উদ্দেশ্যে অবস্থান করছে গোপনে এমন খবর পেয়ে অভিযান চালায় র‌্যাব। এ সময় হাটাবটি গ্রামের আব্দুল খালেক ফকিরের ছেলৈ মোঃ আব্দুর রহমান ও কালচাঁদ বাছাড়ের ছেলে ওমালিন্দ বাছাড়কে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক তাদের হেফাজতে থাকা ০১টি কথিত কষ্টি পাথর উদ্ধার করা হয়। যার বর্তমান আনুমানিক মূল্য প্রায় ষাট কোটি টাকা। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা পরস্পর যোগসাজসে চোরাচালানের মাধ্যমে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে কথিত কষ্টি পাথর নিজ হেফাজতে রাখেন। আটককৃতদের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় মামলার পর হস্তান্তর করেছে র‌্যাব।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন