হোম অন্যান্যসারাদেশ খুলনার বটিয়াঘাটায় অসহায় কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগের নেতাকর্মীরা

খুলনার বটিয়াঘাটায় অসহায় কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগের নেতাকর্মীরা

কর্তৃক
০ মন্তব্য 97 ভিউজ

খুলনা অফিস :

দেশে লকডাউন থাকায় খুলনা মহানগর ছাত্রলীগের উদোগ্যে অসহায় কৃষকদের ধান কাটা কাজে সাহায্য করেন মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মাহমুদুল ইসলাম সুজন,দেশের মহামারী করোনা পরিস্থিতিতে লকডাউন অেবস্থা বজায় থাকায় শ্রমজীবি ও অসহায় কৃষকের পাশে দাড়ালো খুলনা মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। করোনা ভাইরাসে কারনে শ্রমজীবীদের কর্মসংস্থান বন্ধ থাকায় বোরো মৌসুমে মাঠে ধান কেটে বাড়ী আনা নিয়ে বিপাকে পড়েছে এলাকার অসংখ্য অসহায় কৃষক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনা ভাইরাসের কারণে দেশে লকডাউন থাকায় অসহায়, মধ্যবিত্ত, শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বানে সাড়া দিয়ে খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুপ্রেরণায় ছাত্রলীগের নেতা কর্মীরা মাঠ থেকে অসহায় কৃষকের ধান কেটে দিয়েছে। মঙ্গলবার খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মাহমুদুল ইসলাম সুজন নেতৃত্বে ২০/২৫জন ছাত্রলীগ নেতাকর্মীরা বটিয়াঘাটা বালিয়াডাঙ্গা ইউনিয়নের টালিয়ামাড়া গ্রামের বেশ কয়েখজন কৃষকের মাঠ থেকে ধান কেটে বাড়ি পযন্ত পৌঁছে দিয়েছে।

গ্রামের অসহায় কৃষক মহোন বিশ্বাস, আ: রহিম, বিনয় রায়সহ অনেকে জানান, দেশে করোনা ভাইরাসের কারনে লকডাউন থাকায় শ্রমিক সংকটে ধান কাটতে পারছিলাম না। দুই/একজন শ্রমিক পাওয়া গেলেও মজুরী বেশী হওয়ায় মাঠের ধান কাটতে হিমশিম খাচ্ছিলাম।এমন অবস্থায় কিভাবে ধান কাটব, বাড়ি নিবো কিবাবে সেই চিন্তায় ছিলাম। এ সময় ছাত্রলীগের ছেলৈরা ধান কেটে বাড়ী পৌছে দেওয়ায় আমরা অনেক খুশী। সারা দেশের গরীব কৃষকদের এমন সহযোগীতা করলে সবাই মাঠের ধান ঘরে তুলতে পারবে।

কৃষক বাচবে। , এভাবে আমাদের পাশে দাড়ায় তাহলে আমরা বড় রকম ক্ষতির হাত থেকে রক্ষা পাবো। গ্রামের কৃষকরা আরও বলেন খুলনা মহানগর ছাত্রলীগের এই সাহায্য তাদের জন্য অনেকটা আশার আলো দেখালো। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ছাত্রলীগের সকলকে ধন্যবাদ জানিয়েছে কৃষকরা ।

কৃষকের ধান কেটে দেয়ায় নেতৃত্ব দেয়া খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মাহমুদুল ইসলাম সুজন কৃষকদের বলেছেন তাদের এই কাজ তারা পর্যায়ক্রমে অব্যাহত রাখবেন। আরও বলেন যদি কারো এমন সাহায্যের প্রয়োজন হয় আমাকে ফোন করে বা যেকোন ভাবে যানালে আমরা অবশ্যই আপনাদের পাশে দাড়াবো। ধান কাটায় সহযোগীতা করবো।

এ সময় উপস্থিত ছিলেন বটিয়াঘাটার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল শেখ, ইউপি সদস্য মোঃ বেনজীর আহমেদ, আনিসুর রহমান, ইকরাম শেখ, হাজী আব্দুল মালেক কলেজ ছাত্রলীগের সিনিয়র-সহ-সভাপতি মোঃরিয়াদ খান, শাকিল , ইমাম , রাহাত দ্বীপ , মোঃ রনি , তুহিন, ইয়াসিন , ইমরান , নয়নসহ ছাত্রলীগ কর্মীবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন