হোম অন্যান্যসারাদেশ খুলনার ফুলতলা ভৈরব নদে ১০ হাজার বস্তা সিমেন্টসহ কার্গো জাহাজ ডুবি

খুলনার ফুলতলা ভৈরব নদে ১০ হাজার বস্তা সিমেন্টসহ কার্গো জাহাজ ডুবি

কর্তৃক
০ মন্তব্য 95 ভিউজ

খুলনা অফিস :

খুলনার ফুলতলায় ৫০০ টন সিমেন্টসহ কার্গো জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার দুপুরের দিকে ফুলতলা উপজেলার শিকিরহাট এলাকায় ভৈরব নদে অপর একটি জাহাজের ধাক্কায় এমভি একেএম শাহনেওয়াজ জাহাজটি ডুবে যায়। এ সময় জাহাজে ১০,০০০ বস্তা শাহ সিমেন্ট কোম্পানির সিমেন্ট বোঝাই ছিল। এতে আনুমানিক ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্থ জাহাজের মাষ্টার।

এমভি একেএম শাহনেওয়াজের মাস্টার মোঃ কামাল উদ্দিন জানান, মুন্সিগঞ্জ থেকে ৫০০মেট্রিক টন সিমেন্ট বোঝাই করে গত ৯ মে নওয়াপাড়ায় আনলোডের উদ্দেশ্যে এসে শিকিরহাট ঘাটে অবস্থান নেয়। করোনা ও শ্রমিক সংকটের কারণে কার্গো জাহাজের সিমেন্ট আনলোড করা সম্ভব হয় নি। মঙ্গলবার ১৬,০০০ বস্তা শাহ সিমেন্ট বোঝাই এমভি কচুর উল্লাহ ভৈরব নদে তাদের জাহাজ ঘোরাতে গিয়ে এমভি একেএম শাহনেওয়াজকে আঘাত করে। এতে এমভি একেএম শাহনেওয়াজ জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়ে ভেতরে পানি প্রবেশ করে। পরে পানি উঠে ডুবে যায়। জাহাজের মাস্টার মোঃ কামাল উদ্দিন আরও জানান, এমভি কচুর উল্লাহ কার্গো জাহাজটি তার মাস্টার মোঃ হাসান পরিচালনা না করে চুগানি মোঃ ফারুক চালাচ্ছিল। এ সময় উল্লেখিত কার্গো জাহাজের মাস্টার ইঞ্জিন রুমে ছিলেন।

এ ব্যাপারে এমভি কচুর উল্লাহ এর মাস্টার মোঃ হাসানের সাথে কথা বললে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমার হাতে ব্যথা থাকায় জাহাজের চুগানি মোঃ ফারুক জাহাজটি ঘুরাচ্ছিল।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, এমভি একেএম শাহনেওয়াজের মাস্টার মোঃ কামাল উদ্দিন বাদী হয়ে ফুলতলা থানায় অভিযোগ দায়ের করেছে। এখনও পর্যন্ত বিষয়টি তদন্তনাধীন রয়েছে এবং তদন্ত শেষ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন