খুলনা অফিস :
খুলনার ফুলতলা থেকে মাদক, অস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন অস্ত্রধারীকে আটক করেছে র্যাব-৬ সদস্যরা। বুধবার ফুলতলার দামোদর গ্রামস্থ এ্যাডভোকেট ফিরোজ কবিরের বাড়ী থেকে তাদেরকে আটক করা হয়। র্যাব জানায়, ফুলতলা উপজেলার দামোদর গ্রামস্থ এ্যাডভোকেট ফিরোজ কবিরের বাড়ির কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে গোপনে এমন খবর পেয়ে অভিযান চালায় র্যাব।এ সময় র্যাব-এর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় যশোরের অভয়নগর থানার বুইকারা গ্রামের হান্নান শেখের ছেলে মোঃ সুমন ওরফে শুক্কুর(১৯), গোয়াখোলা গ্রামের মোঃ আইয়ুব বিশ্বাসের ছেলে মোঃ আশরাফুল ইসলাম শান্ত(২৩) ও মোঃ শামীম মোল্লার ছেলে মোঃ আলামিন আটক করা হয়। অতঃপর তাদের দেহ তল্লাশি করে ১টি দেশীয় তৈরী পাইপগান, ২ রাউন্ড পাইপগানের তাঁজা কার্তুজ, ২৫০ পিচ ইয়াবা উদ্ধঅর করা হয়। আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে র্যাবকে জানায়, তারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে গোপনে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য নিজ দখলে রেখে বিভিন্ন অবৈধ কাজ করে আসছে। এ ঘটনায় অবৈধ অস্ত্র গোলাবারুদ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ফুলতলা থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে র্যাব।
পূর্ববর্তী পোস্ট