হোম অন্যান্যসারাদেশ খুলনার দাকোপে বারুইখালী সরকারি খাস খাল বিনা বাধায় দখল

খুলনার দাকোপে বারুইখালী সরকারি খাস খাল বিনা বাধায় দখল

কর্তৃক
০ মন্তব্য 123 ভিউজ

সৌরভ মন্ডল দাকোপ :

খুলনা জেলার দাকোপ উপজেলার বারুইখালী খাল এখন হুমকির মুখে,খালটি চালনা পৌরসভা ও পানখালি ইউনিয়ন কে ভাগ করেছে। ৪.৫০ কিলোমিটার দীর্ঘ প্রয় এই খাল,যার দুই পাশে রয়েছে ৪টি গ্রাম এবং আবদী জমি।
এই খালের পূর্বদিকের ২.৫০কিলোমিটার দখলমুক্ত থাকলেও, পৌরসভার শেষ সীমান্ত পার হতেই চখে পরবে দখলদারের অবৈধ ভাবে খালে ২পাশ দিয়ে দখলে নেওয়া চিত্র।
প্রায় ৮০ফিট চওড়া কোথাও কোথাও এখন বারো থেকে পনেরো ফিটে এসে সীমাবদ্ধ।এই চারটি গ্রামের সধারন মানুষ,প্রশাসনের সহযোগিতায় স্থায়ী সুরাহা চায়,
না হলে আগামী দিনগুলো হবে তাদের জন্য হূমকীর সরুপ,বৃষ্টিতে হবে জলবদ্ধতা, নষ্ট হবে ফসল,বর্তমান সময়ে এখানে ধান এর পাশাপাশি তরমুজের ও ব্যাপক উৎপাদন হয়। দিন দিন যদি এভাবে সরকারি খাস খাল যদি দখলদারদের দখলে চলে যায় এখান কার কৃষিখাত ভুগবে পানি অনিশ্চিয়তায়।
কারন এই খালই ফসলের জন্য প্রয়োজনিয় পানি সরবারাহের একমাত্র পথ।
এব্যাপারে অত্রএলাকার সুশীল সমাজ স্থানীয়জনপ্রশাসেনর দাকোপ উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মহোদয়ের আসু হস্তক্ষেপ কামনা করছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন