সৌরভ মন্ডল,(দাকোপ)খুলনা :
খুলনা জেলাধীন দাকোপ উপজেলার বানিশান্তা পতিতাপল্লী হইতে ১১ আগষ্ট রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে একজন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে দাকোপ থানা পুলিশ। থানা সূত্রে জানা যায় দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী শেখ এর নেতৃত্বে, এ এস আই মোঃ আবু জাফর, এ এস আই মনির, কনেষ্টবল উদয় কুমার ও মহিলা কনেষ্টবল মুক্তার দক্ষ অভিযানে একজন মহিলা মাদক ব্যাবসায়ী ডলি বেগম (৬৫) স্বামি – মৃত আঃ মান্নান, মাতা- মৃত আমেনা বেগম গ্রাম- বানিশান্তা ,থানা- দাকোপ জেলা- খুলনা কে ০১কেজি ৪৫০ গ্রাম মাদক দ্রব্য (গাজা) সহ গ্রেফতার করেছে দাকোপ থানা পুলিশ।
দাকোপ থানা অফিসার ইনচার্জ ( ওসি) সেকেন্দার আলী শেখ এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন মাদকের সাথে কোন আপোষ নাই। সরকার মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স জারি করেছে, তাই দাকোপকে একটি মাদক মুক্ত এলাকা হিসাবে উপহার দিতে চাই এবং আমাদের এই মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।