হোম খেলাধুলা খুলনার জয় ও রংপুরের হারের বিষয়ে যেখানে একমত দুই কোচ

খুলনার জয় ও রংপুরের হারের বিষয়ে যেখানে একমত দুই কোচ

কর্তৃক Editor
০ মন্তব্য 80 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

ব্যাটে-বলে তাক লাগিয়ে দিচ্ছে খুলনা টাইগার্স। তিন ম্যাচ খেলে সবগুলো থেকেই জয় তুলে নিয়েছে দলটি। বিশেষ করে চলতি বিপিএলে পরে ব্যাটিংয়ে জয়ের যে ধারা সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রংপুর রাইডার্সকে হারিয়েছে দক্ষিণাঞ্চলের দলটি। এই জয় দিয়ে সিলেট পর্বের শুরুটা রাঙিয়েছে এনামুল হক বিজয়ের দল।

শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের নবম ম্যাচে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। ম্যাচটিতে আগে ব্যাটিং নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান করে খুলনা। জবাবে ১৮.৪ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৩২ রানে শেষ হয় রংপুরের ইনিংস। ২৮ রানে জয় পায় খুলনা।

এই জয়ের মধ্য দিয়ে বিপিএলের দশম আসরে প্রথমবারের মতো আগে ব্যাটিংয়ে নামা দল জয় পেল। এর আগে ঢাকা পর্বের ৮ ম্যাচের প্রত্যেকটিতে পরে ব্যাটিংয়ে নামা দল জয় তুলে নিয়েছিল। ধারণা করা হয়েছিল, সিলেটেও সেই ধারা অব্যাহত থাকবে। কিন্তু খুলনার বিপক্ষে সেটি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে রংপুর।

রংপুর রাইডার্সের কোচ সোহেল ইসলাম এই হারের বিষয়ে বলেন, ‘যে রান হয়েছিল (১৬০) সেটি তাড়া করা সম্ভব ছিল। প্রথম পাওয়ার প্লেতে যে রান করা আমাদের দরকার ছিল, আমরা সেটি করতে পারিনি এবং কিছু উইকেটও হারিয়েছি। এই কারণে ম্যাচ আমাদের হাত থেকে বের হয়ে গেছে। এটাই আমার কাছে মনে হয় ম্যাচ হারের পেছনে বড় কারণ। আসলে ম্যাচটি শুরুতেই আমাদের থেকে ওদের কাছে চলে গেছে।’

এই কথার সঙ্গে প্রায় একইভাবে কণ্ঠ মিলিয়েছেন খুলনা টাইগার্সের কোচ তালহা জুবায়ের। ম্যাচ শেষে তিনি বলেন, ‘যেহেতু রংপুরের ব্যাটিং বিভাগটা ওইভাবে রানে নেই, সেহেতু আমি একটু ভাবছিলাম যদি বাবরের উইকেটটা প্রথমে নিয়ে নেয়া যায়। আবার যেহেতু শেষ ম্যাচ ওদেরকে বাবর জিতিয়েছে, সুতরাং তার উইকেটটা আগে নিয়ে নিতে পারলে সুবিধার হবে। আর এদিক থেকে আমরা একটু ভাগ্যবান ছিলাম।’

এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে সবগুলো থেকে জয় তুলে নিয়েছে খুলনা। বিপরীতে রংপুরের রয়েছে কেবল ১ জয়। তাই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় রয়েছে কোচের মুখেও। রংপুরের কোচ সোহেল ইসলাম সহজ স্বীকারোক্তিতে বলেন, ‘যতগুলো ম্যাচ খেলেছি সেখানে সেই ধরনের ব্যাটিং আমরা করতে পারিনি। এখান থেকে ঘুরে দাঁড়াতে চাই। যেহেতু কালকে আমাদের ম্যাচ সেহেতু চেষ্টা করছি কীভাবে ঘুরে দাঁড়ানো যায়। দেখি আগামী ম্যাচগুলোতে কী হয়।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন