হোম অন্যান্যসারাদেশ খুলনায় হেলিকপ্টারে চিকিৎসা সামগ্রী পৌঁছে দিলো বিমান বাহিনী

খুলনায় হেলিকপ্টারে চিকিৎসা সামগ্রী পৌঁছে দিলো বিমান বাহিনী

কর্তৃক
০ মন্তব্য 134 ভিউজ

অনলাইন ডেস্ক :

নিজস্ব হেলিকপ্টারে ঢাকা থেকে খুলনায় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পৌঁছে দিয়েছে বিমান বাহিনী। সোমবার (১৩ এপ্রিল) বিমানবাহিনীর একটি বেল-২১২ হেলিকপ্টারের মাধ্যমে এসব সুরক্ষা সামগ্রীসহ চিকিৎসা সহায়ক বিভিন্ন জিনিসপত্র খুলনায় নিয়ে যাওয়া হয়। পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বিমান বাহিনী নিজস্ব উদ্যোগে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে বিভিন্ন চিকিৎসা সামগ্রী পৌঁছে দেয়।

এছাড়া, করোনাভাইরাস প্রতিরোধে বিমান বাহিনী দেশের বিভিন্ন স্থান জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক ছিটানো, বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের যানবাহনগুলোকে ডিসইনফেকশন করা, বিমান বাহিনীর সদস্যদের সুরক্ষার জন্য ডিসইনফেকশন পয়েন্ট পরিচালনাসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি, বিমান বাহিনী তাদের নিজস্ব এলাকায় জনসমাগম নিয়ন্ত্রণ, সামাজিক দূরত্ব বজায় রাখা, মসজিদে অতিরিক্ত জনসমাগম নিয়ন্ত্রণসহ বিভিন্ন সতর্কতামূলক দিক নির্দেশনা প্রদান করছে।

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিমান  বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিট এবং বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) সেবামূলক কার্যক্রমের আওতায় মানবিক সহায়তা হিসেবে ঘাঁটি ও তার পার্শ্ববর্তী এলাকায় নিম্ন আয়ের পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও স্যানিটাইজার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন