খুলনা অফিস:
খুলনায় করোনা মহামারী প্রতিরোধ কার্যক্রমে কর্মহীন সাংস্কৃতিক কর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা নাট্য নিকেতনের আয়োজনে খুলনার একশত কর্মহীন ও অসহায় সাংস্কৃতিক কর্মীদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, করোনারি মহামাারী অবস্থায় বর্তমান সরকার আপনাদের পাশে আছে। আমি আশা করি আপনাদের পাশে খুলনার নাট্য নিকেতন যেভাবে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়িয়েছে তেমনি সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ শিল্পীদের পাশে আপনারাও দাঁড়ান ।আমিও আমার সাধ্যমত এই একশজন বাদেও যে সকল শিল্পীরা খাদ্য সামগ্রী পাননি আমি তাদেরও সহায়তার ব্যবস্থা করব। আপনারা আমার সঙ্গে যোগাযোগ রাখবেন ।
তিনি আরো বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রশাসনের মাধ্যমে যেভাবে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন তাতে করে কোনো সমস্যা হওয়ার কথা নায়। বিনা প্রয়োজনে ঘরের বাইরে আসবেন না।সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন তিনি যেন আমাদের এই অদৃশ্য ভাইরাস থেকে রক্ষা করেন ।এ সময় উপস্থিত ছিলেন নিকেতন এর সভাপতি অধ্যক্ষ দেলোয়ারা বেগম, এস এম খালেদিন রশিদী সুকর্ণ ,মোকলেছুর রহমান বাবলু ,নেয়ামুল হোসেন কচি, শেখ আবদুস সালাম, শেখ সিরাজুল ইসলাম, জেসমিন জামান ,অনুরুদ্ধ বাহাদুর ,আনোয়ার কবির, কামরুল ইসলাম বাবলু সহ খুলনার প্রায় শতাধিক অসহায় সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
পূর্ববর্তী পোস্ট