হোম জাতীয় খুলনায় ‘মায়ের আঁচলে’ আগুন দিল অবরোধকারীরা

জাতীয় ডেস্ক:

খুলনার রূপসা উপজেলার তালিমপুর এলাকায় দাঁড়িয়ে থাকা ‘মায়ের আঁচল’ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ আগুন লাগানোর ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধকারীদের দেয়া আগুনে বাসটির অনেকাংশ পুড়ে গেছে। আগুন দিয়েই অবরোধকারীরা দ্রুত স্থান ত্যাগ করলে স্থানীয়রা পানি দিয়ে তা নেভায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। পুড়ে যাওয়া ‘মায়ের আঁচল’ নামে বাসটি রূপসা টু মোংলা রুটে চলাচল করে।

আগুন দেয়ার বিষয়টি নিশ্চিত করে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন