নিজস্ব প্রতিনিধি:
খুলনা বিভাগীয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোতলেব শিকদার নেতাকে গুলিবিদ্ধ করার ঘটনার পর সাতক্ষীরা সীমান্তে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে অপরাধীদের পলায়ন ঠেকাতে ব্যাপক নজরদারি, চেকপোস্ট ও অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে খুলনা মহানগরীর সোনাডাংগা থানাধীন সোনাডাংগা আবাসিক এলাকার সামনে দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হন এনসিপির শ্রমিক উইং খুলনার বিভাগীয় আহ্বায়ক মো. মোতালেব সিকদার (৪২)। তিনি খুলনা মহানগরীর সোনাডাংগা থানার শেখপাড়া এলাকার বাসিন্দা। ঘটনার পরপরই অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং সীমান্ত অতিক্রম রোধে সাতক্ষীরা জেলার ৫৪ সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
সাতক্ষীরা-৩৩ বিজিবির উপ অধিনায়ক শাদমান সাদিক জানান, সীমান্ত দিয়ে যাতে কেউ প্রবেশ এবং পার না হতে পারে সেজন্য নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত ২৮ টি টহল পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সীমান্তে অতিরিক্ত ৭টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকার স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো হচ্ছে। এছাড়া সন্দেহজনক ব্যাক্তির তথ্য দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
