হোম অর্থ ও বাণিজ্য খুচরা বাজারে চালের দাম ৪ টাকা বাড়তি

বাণিজ্য ডেস্ক :

পর্যাপ্ত সরবরাহ ও মজুত থাকলেও দিনাজপুরে অস্থির হয়ে উঠেছে চালের বাজার। গত তিন দিনে বস্তাপ্রতি দাম বেড়েছে ২০০ টাকা পর্যন্ত। খুচরা বাজারে কেজিতে ৩ থেকে ৪ টাকা বেশিতে চাল বিক্রি হচ্ছে। জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাত ব্যবসায়ী ও মিলারদের।

নিত্যপণ্যের দাম বাড়ায় নাভিশ্বাস সাধারণ মানুষের। দুই মুঠো অন্ন যোগাতে চালের বাজারে গিয়েও স্বস্তি নেই ভোক্তাদের। গত কয়েকদিনে দিনাজপুরের চালের বড় পাইকারি মার্কেট বাহাদুর বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে।

প্রকারভেদে প্রতি বস্তা (৫০ কেজি) চালের দাম ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। খুচরায়ও কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়েছে। ফলে চড়া দামে নাখোশ ক্রেতারা।

তারা বলেন, চালের দাম ধীরে ধীরে শুধু বাড়ছেই। প্রতিদিনই যদি নিত্যপণ্যের দাম এরকম করে বাড়ে, তাহলে আমাদের জন্য তো কঠিন হয়ে যাবে।

ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের সঙ্গে মিলে চাল উৎপাদন ও পরিবহন ব্যয় বাড়ায় দাম ঊর্ধ্বমুখী।

একজন চাল ব্যবসায়ী বলেন, ধানের দাম বেশি। আবার চালের দামও বাড়তির দিকে। সেই সঙ্গে জ্বালানি খরচও বেড়েছে।

এদিকে অসাধু ব্যবসায়ীদের চাল মজুতের চেষ্টাও দাম বাড়াতে ভূমিকা রাখছে বলে অভিযোগ চালকল মালিকদের। এবিষয়ে দিনাজপুরের চালকল মালিক গ্রুপের সভাপতি মুসাদ্দেক হুসেন বলেন, ট্রেডাররা মৌসুমের শুরুতেই প্রচুর পরিমাণে ধান ও চাল মজুত করছেন। এতে বাজারে ব্যাপক প্রভাব পড়ছে। এক্ষেত্রে যথাযথ নজরদারির প্রয়োজন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন