হোম ঢাকা খিলগাঁওয়ে ভবন ভাঙার সময় দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু

খিলগাঁওয়ে ভবন ভাঙার সময় দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু

কর্তৃক Editor
০ মন্তব্য 93 ভিউজ

অনলাইন ডেস্ক:

রাজধানীর খিলগাঁওয়ে পুরোনো ভবন ভাঙার সময় দেয়াল চাপা পড়ে ইউনুস (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জোড়পুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ইউনুসের বাড়ি বরগুনা সদর উপজেলায়। বর্তমানে পরিবার নিয়ে নন্দিপাড়া এলাকায় থাকতেন।

নিহত শ্রমিকের ছেলে মো. সেলিম জানান, তার বাবা দিনমজুরের কাজ করেন। ঠিকাদারের মাধ্যমে খিলগাঁও জোড়পুকুর এলাকায় একটি পুরোনো ভবন ভাঙার কাজে গিয়েছিলেন। সেখানে কাজ করার সময় একটি দেয়ালের অংশ তার শরীরের ওপর পড়ে।

সেলিম আরও জানান, সহকর্মীরা তাকে উদ্ধার করে মুগদা মেডিকেলে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। এখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে শ্রমিক ইউনুসের মৃত্যুর বিষয়টি সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন