হোম রাজনীতি ‘খিচুড়ি খেতে’ ভোটারদের টাকা দিলেন নিক্সন চৌধুরী

রাজনীতি ডেস্ক:

মতবিনিময় সভা শেষে ‘খিচুরি খাওয়ার জন্য’ শ্রমিকদের (ভোটার) টাকা দিয়েছেন ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা-সদরপুর ও চরভদ্রাসন) স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী। প্রকাশ্যে টাকা দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ভাঙ্গা থানা সংলগ্ন এলাকায় টেম্পু শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ অর্থ দেন।

ওই ভিডিওতে দেখা যায়, ‘বক্তব্যের শেষের দিকে নিক্সন চৌধুরী বলছেন, আগামী শনিবার আলগীতে আপনারা একটা শোডাউন করবেন। কিন্তু নির্বাচনের আচরণবিধির কারণে আমি কিছু বলতেছি না। তবে আপনারা খিচুড়ি খাওয়ার দাবি করেছেন, সে ব্যবস্থা আমি করে দিতে পারি।’

একথা বলার পরে নিক্সন চৌধুরী তার পাশে দাঁড়ানো সোনাখোলা গ্রামের নজরুলের হাতে পকেট থেকে টাকা বের করে দেন। এসময় তার সঙ্গে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিবসহ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালার ১(৩) ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে চাঁদা, অনুদান দেয়া নিষিদ্ধ। কোনো প্রার্থী কিংবা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনের আগে ওই প্রার্থীর নির্বাচনী এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা উক্ত এলাকা বা অন্যত্র অবস্থিত কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা বা অনুদান দেয়া বা দেয়ার অঙ্গীকার করতে পারবেন না। এছাড়াও আচরণ বিধির ১৮(১) ধারায় বলা হয়েছে, বিধিমালার বিধান লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ।

এ প্রসঙ্গে ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল আহসান তালুকদার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে তথ্য প্রমাণসহ কেউ অভিযোগ দিলে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কোনোভাবেই কোনো প্রার্থী বা তার কোনো লোক প্রকাশ্যে বা গোপনে কাউকে টাকা দিতে পারে না। এটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন