হোম রাজনীতি খালেদা জিয়া বিনা চিকিৎসায় মুমূর্ষু অবস্থায় রয়েছেন: ফখরুল

রাজনীতি ডেস্ক:

আন্দোলনের মধ্য দিয়েই জনগণের দাবি আদায় করা হবে বলে জানিয়েছেন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৩ অক্টোবর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গণতন্ত্রের ভবিষ্যৎ এবং ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

শান্তিপূর্ণ আন্দোলনেই জনগণ জয়ী হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকারের একটাই লক্ষ্য বিরোধী কেউ যেন নির্বাচন করতে না পারে। এ প্রক্রিয়ার মধ্যদিয়ে তারা আবার ক্ষমতায় যেতে চায়। তবে আন্দোলনের মাধ্যমেই আমরা জনগণের দাবি আদায়ে সক্ষম হবো। ।

খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে তিনি বলেন, ‘অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছি। বেগম জিয়া অত্যন্ত অসুস্থ। বিনা চিকিৎসায় মুমূর্ষু অবস্থায় রয়েছেন তিনি।’

ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, জাতীয় স্বার্থ সমুন্নত রেখে নিরাপদ ও স্থিতিশীল ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিতে বিএনপি কাজ করবে।

এদিকে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের অধিকার কেড়ে নিয়েছে। আর তা ফেরত দিতে বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে।

সেমিনারে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের প্রতিনিধিসহ বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অংশ নেন সমমনা দল, পেশাজীবী নেতা ও রাজনৈতিক বিশ্লেষকরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন