হোম জাতীয় খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাচ্ছেন ১২ দলের নেতারা

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাচ্ছেন ১২ দলের নেতারা

কর্তৃক Editor
০ মন্তব্য 133 ভিউজ

জাতীয় ডেস্ক:

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাচ্ছেন যুগপৎ আন্দোলনে থাকা ১২ দলের নেতারা।

রোববার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় তারা হাসপাতালে যাবেন বলে জানা গেছে। এরপর তারা একটি প্রেস ব্রিফিং করবেন।

১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান স্বাক্ষরিত এক চিঠিতে শনিবার (১৪ অক্টোবর) এ তথ্য জানানো হয়।

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান জামায়াতে ইসলামীর নেতারা। তবে তারা খালেদা জিয়ার সাক্ষাৎ পাননি। পরে তার চিকিৎসার বিষয়ে খোঁজ নিয়ে জামায়াত নেতারা হাসপাতাল ত্যাগ করেন।

এদিকে খালেদা জিয়ার চিকিৎসকরা প্রেস কনফারেন্সে জানান, তার লিভারের ট্রান্সপ্ল্যান্ট প্রয়োজন। লিভারের অবস্থা ভালো না থাকায় তার শরীরের ওষুধ কাজ করছে না বলে জানান চিকিৎসকরা। তবে তার এখন যে চিকিৎসা দরকার তা দেশে সম্ভব নয় বলে দাবি করেছেন চিকিৎসকরা।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া হার্টের সমস্যা ও লিভারসিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ ছাড়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। এরই মধ্যে কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

সর্বশেষ গত ৯ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এর পর থেকে তিনি এ হাসপাতালেই চিকিৎসাধীন।

দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার পর সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়া কারাগারের বাইরে আছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হলে কারাজীবন শুরু হয় তার। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজা হয়। ২০২০ সালের ২৫ মার্চ সাময়িক মুক্তি মেলার পর থেকে তিনি গুলশানের বাসায়ই থাকছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন