হোম খুলনাসাতক্ষীরা খালাস পেলেন সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ হাবিব

খালাস পেলেন সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ হাবিব

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের ১০ বছরের কারাদ্বন্ড বাতিল করে খালাসের রায় দিয়েছেন হাইকোর্ট। এই মামলায় হাবিবুল ইসলাম হাবিবের করা রিভিশন আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

তবে এই মামলার অন্য আসামিদের রিভিশন আবেদনের শুনানি না হওয়ায় তাদের বিষয়ে হাইকোর্ট কোন রায় দেননি বলে জানান হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে শুনানি করা আইনজীবী মো. আমিনুল ইসলাম। এই মামলায় ফাইলিং ল’ইয়ার ছিলেন হাবিবুল ইসলাম হাবিবের স্ত্রী শাহানারা আক্তার বকুল।

রায়ের পর বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ হাবিব বলেন, ফ্যাসিষ্ট শেখ হাসিনা ও তার দোসররা সম্পূর্ণ পূর্বপরিকল্পিতভাবে ঘটনার ১২ বছর পর আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে সর্বোচ্চ শাস্তি দিয়েছিল। অথচ আমি ওই সময়ে ঘটনাস্থলেই ছিলাম না। আমি ঢাকাতে ছিলাম। এ মামলায় আমি দীর্ঘ ৪ বছর কারান্তরীন ছিলাম। এরপর গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিষ্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আমি কারাগার থেকে আইনী লড়াইয়ের মাধ্যমে জামিনে বেরিয়ে এসেছি। মহান আল্লাহপাকের অশেষ রহমতে আজ আমি মুক্ত। অথচ ফ্যাসিষ্ট শেখ হাসিনা অসংখ্য বিএনপি নেতা-কর্মী ও ছাত্র-জনতাকে নির্মমভাবে হত্যা এবং জেল, জুলুম ও নির্যাতন করার পরও লক্ষ লক্ষ ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতায় টিকে থাকতে না পেরে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি আরো বলেন, ফ্যাসিষ্ট শেখ হাসিনার পতন হওয়ায় আমি আজ জেল থেকে বেরিয়ে মুক্ত বাতাসে ঘুরতে পারছি। তিনি এসময় বলেন, আমি বর্তমান সরকারের কাছ থেকে ন্যায় বিচার পেয়েছি। যার কারনে আমি মুক্ত হতে পেরেছি।

এদিকে, হাবিবুল ইসলাম হাবিব মিথ্যা মামলা থেকে খালাস পাওয়ায় তার নির্বাচনী এলাকা সাতক্ষীরার তালা ও কলারোয়ায় আনন্দ মিছিল করেছে বিএনপি নেতা-কর্মীরা।

উল্লেখ্য: সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালের ৩০ আগষ্ট তৎকালিন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনার দীর্ঘ ১২ বছর পর কলারোয়া থানায় একটি মামলা দায়ের হয়। এ মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা-১ আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন নেতাকর্মীকে সর্বনিম্ন চার থেকে সর্বোচ্চ ১০ বছর মেয়াদে সাজা প্রদান করেন সাতক্ষীরার মূখ্য বিচারিক হাকিম হুমায়ুন কবির। এ মামলায় হাইকোর্টে রিভিশন আবেদন করেন হাবিবুল ইসলাম হাবিব। রিভিশন শুনানি শেষে আজ তাকে এ মামলা থেকে খালাস দেন হাইকোর্ট। তবে, এই মামলার অন্য আসামিদের রিভিশন আবেদনের শুনানি না হওয়ায় তাদের বিষয়ে হাইকোর্ট কোন রায় দেননি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন