হোম জাতীয় খাদ্য অধিদফতর কর্মকর্তাদের নাম ভাঙিয়ে টাকা দাবি

জাতীয় ডেস্ক:

খাদ্য অধিদফতরের কর্মকর্তাদের নাম ভাঙিয়ে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। খাদ্য বিভাগ থেকে সম্প্রতি এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে, প্রশাসন বিভাগের কতিপয় কর্মকর্তার নাম উল্লেখ বা ব্যবহার করে বিভিন্ন মোবাইল নম্বর থেকে মাঠ পর্যায়ের খাদ্য বিভাগীয় বিভিন্ন কর্মকর্তা/কর্মচারীর কাছে ফোন করে কিছু প্রতারক টাকা হাতিয়ে নেয়ার অপচেষ্টা করছে।

এতে আরও বলা হয়, প্রতারণাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট থানায় অবহিত করে এ দফতরকে জানানোর জন্য নির্দেশনা দেয়া হলো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন