হোম অন্যান্যসারাদেশ খলিষখালী ওয়ার্কাস পাটির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

খলিষখালী ওয়ার্কাস পাটির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 110 ভিউজ

কিশোর কুমার :

কোভিট-১৯ কারণে সমাজের নিম্ন আয়ের মানুষের জন-জীবন এখন বিপাকে প্রায়। অভাব যেন তাদের এক নিত্য সঙ্গী। সম্প্রতি মানুষের এই দুঃসময়ে সরকারের পাশাপাশি মানব সেবার ব্রত নিয়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বিত্তবান সহ বিভিন্ন সামাজিক সংগঠন। তারই ধারাবাহিতায় সমাজের অসহায় ও হত দরিদ্রদের পাশে দাঁড়াল খলিষখালী ইউনিয়ন ওয়ার্কাস পাটি।

সোমবার (২০এপ্রিল) সন্ধ্যায় দলটির নিজস্ব কার্যলয়ে এই ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে উপস্থিত ১০০ টি পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১লিটার তেল ৫০০গ্রাম মুসুরের ডাল তুলে দেওয়া হয়। ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন খলিষখালী ইউনিয়ন ওয়ার্কাস পাটির সভাপতি সুফল আইচ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন(ঝন্টু), প্রদীপ হোড়, অজিদ বৈদ্য, মাধব মন্ডল, দেবব্রত মন্ডল, অমিতাভ রেজা ইস্তি প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন