হোম অন্যান্যসারাদেশ খলিষখালীর প্রবীণ আওয়ামীলীগ নেতা পরিতোষ ঘোষ আর নেই

খলিষখালীর প্রবীণ আওয়ামীলীগ নেতা পরিতোষ ঘোষ আর নেই

কর্তৃক
০ মন্তব্য 115 ভিউজ

কিশোর কুমার :

তালার খলিষখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পরিতোষ ঘোষ (৫৫)হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন। তিনি খলিষখালী ইউনিয়নের চোমরখালী গ্রামের মৃত তারপাদ ঘোষের পুত্র। স্থানীয়রা জানান, গত মঙ্গলবারর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতাল (হার্টফান্ডেশানে) ভর্তি করা হয়।

পরিবর্তীতে বৃহস্পতিবার (৩০এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে তার মৃত্যু ঘটে। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক ছিলেন। তার এই মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে গভীর সমবেদনা জানিয়েছেন, তালা উপজেলা আওয়ামীলীগ,খলিষখালী ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ। আজ দুপুর ১২টায় পাটকেলঘাটা মহাশশ্মানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন