নিজস্ব প্রতিনিধি:
তালার খলিষখালী ইউনিয়নের ক্যাস্নারে আক্রান্ত হয়ে কার্তিক মন্ডল (৫৬)নামে এক আওয়মীলীগ নেতার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।তিনি ইউনিয়নের ধুকুড়িয়া গ্রামের মৃত শুকলাল মন্ডলের ছেলেও ৫নং ওয়ার্ড আওয়মীলীগের সাধারন সম্পাদকের দ্বায়িক্তে ছিলেন।
তার পরিবার সুত্রে জানা যায়, কার্তিক মন্ডল দীর্ঘদিন যাবত ক্যাস্নার সহ নানা জটিল রোগ ভুগছিলেন। রবিবার (১৯জুলাই) ভোর রাতে নিজ বাড়িতে তার মৃৃত্যু হয়।
ব্যাক্তি গত জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক। তার শোকহত পরিবারে পরিবারে প্রতি সমবেদনা জানিয়ে খলিষখালী ইউনিয়ন আওয়মীলগের সকল অঙ্গসংগঠন সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।আজ দুপুরে দলুয়ামহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।