নিজস্ব প্রতিনিধি :
তালা উপজেলার খলিষখালীতে এক মানসিক প্রতিবন্ধীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। রবিবার দুপুরে খলিষখালী ইউনিয়নের পারকৈখালী গ্রামে ঝুলন্ত অবস্তায় লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম নবদ্বীপ বাছাড় (৪২)। সে পারকৈখালী গ্রামের মৃত শুকলাল বাছাড়ের ছেলে।
কৈখালী গ্রামের মেম্বর তপন বাছাড় জানায়, নবদ্বীপ বেশকিছুদিন যাবত মানসিক ভারসাম্যহীন ছিল। আজ সকালে শুনি সে ঘরের আড়ার সাথে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
এদিকে নাম প্রকাশে অনিইচ্ছুক এক পরাজিত মেম্বর প্রার্থী জানায়, নবদ্বীপের একসময় অনেক টাকা পয়সা আর সম্পত্তি ছিল। তার ভাই স্কুল শিক্ষক প্রদীপ বাছাড় বিভিন্ন সময়ে টাকা পয়সা হাতিয়ে নিয়েছিল। এরপর থেকে তারা তার ওপর শারিরিক ও মানসিক নির্যাতন চালাত। পাঁচ ছয় মাস আগে পাগল হয়ে যায়।আজ বেলা ১২টার দিকে তার দাদা প্রদীপের ঘরে রহস্যজনক ভাবে সে আত্মহত্যা করে।
এ বিষয়ে নিহতের ভাই স্কুল শিক্ষক প্রদীপ বাছাড় জানান, আমার ভাই মানসিক ভারসাম্যহীন ছিল। আজ সকালে বাড়িতে কেউ না থাকার সুবাদে সে আত্মহননের ঘটনা ঘটায়। পরবর্তীতে ঘটনাটি আমরা পুলিশকে জানাই।
খলিষখালী ক্যাম্প ইনচার্জ নুর হোসেন খান জানান, আত্মহত্যার খবর শুনেছি ঘটনাস্থল থেকে নিহতে লাশ উদ্ধার করা হচ্ছে বিস্তারিত পরে জাননো হবে।