নিজস্ব প্রতিনিধি :
পাটকেলঘাটার খলিষখালীতে থানা পুলিশের উদ্যোগে সারাদেশে নারী ধর্ষন ও নির্যাতন প্রতিরোধে রালিও সমাবেশ অনুষ্টিত হয়েছে। শনিবার(১৭অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে খলিষখালী ইউনিয়ন পরিষদ চত্বরে উক্ত বিট পুলিশং কার্যক্রম অনুষ্টিত হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন , খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জেল্লাল হোসেন, অনুষ্টানে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন খলিষখালী ইউনিয়ন আ”লীগ সাধারন সম্পাদক সমীর দাশ।
এ সময় বক্তারা সারাদেশে ধর্ষন ও যৌন হয়রানী ও নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে, অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এছাড়া, ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড আইন পাশ করায় সরকারকে ধন্যবাদ জানান।
অনুষ্টানটির পরিচালনায় ছিলেন ৫নং খলিষখালী ইউনিয়ন বিট অফিসার এ এস আই রফিকুল ইসলাম। অনুষ্টানটির শুরুতে খলিষখালী বাজারের প্রদান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে এসে আলোচনার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে। উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য গনেশ বর্মন, পংকজ রায়, সাবিনা বেগম, হালিমা বেগম, যুবলীগ নেতা বাবলা সরদার, আব্দুলাহ আল আমিন রনি, আজিজ গাজী, নারায়ন সহ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ ।