হোম অন্যান্যসারাদেশ খলিষখালীতে দুস্থ মানুষের চাল বিতরন করলেন ইউপি চেয়ারম্যান সাবীর

নিজস্ব প্রতিনিধি :

তালার খলিষখালীতে দুস্থমানুষের মাঝে ভি ডব্লিউ বি কার্ডের চাল বিতরন করা হয়েছে।মঙ্গলবার সকালে খলিষখালী ইউনিয়ন পরিষদের সামনে ইউপি চেয়ারম্যান সাবীর হোসেন চাল বিতরন কর্মসুচির উদ্ভোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য উত্তম দে, তপন বাছাড়, সবুজ সরদার, শফিকুল ইসলাম, বেসসরকারী সংস্থা সার্স ককর্মকর্তা রাজিবুল ইসলাম প্রমূখ। চাল বিতরনে মোট ২০১জন কার্ডধারী মাথাপিছু ৩০কেজি চাল গ্রহন করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন