খুলনা অফিস :
লায়ন্স ক্লাব অব খুলনা সুন্দরবনের উদ্যোগে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমনে শিকার হওয়া আবুল হাসানের পরিবারকে স্বাবলম্বী করার লক্ষে বিনা মুল্যে নৌকা প্রদান করা হয়েছে। আর এ ধরনের মানবিক কর্মকান্ডকে এলাকাবাসি সাধুবাদ জানিয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় কাশিয়াবাদ স্টেশনের পন্টুনে এ নৌকা তার পরিবারের হাতে তুলে দেন কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির ও লায়ন্স ক্লাব অব খুলনা সুন্দরবনের সেক্রেটারী দিলারা নাছরিন দিলা।
এ সময় উপস্থিত ছিলেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল বাহারাম, সাংবাদিক রিয়াছাদ আলী, ইউপি সদস্য অহিদ মোড়ল, আব্দুল্লাহ আল দানিল, স্থানীয় সমাজ সেবক ইয়াছিন আলী প্রমুখ। নৌকা হাতে পাওয়ার পর এক পতিক্রিয়ায় হাসানের বয়বৃদ্ধ মা ও তার স্ত্রী বলেন, বাঘের আক্রমনে অসুস্থ হাসানের উন্নত চিকিৎসা করা প্রয়োজন।
চিকিৎসা করার সর্মথন তার পরিবারের নেই। এই নৌকা পেয়ে সুন্দরবনে মাছ ধরে কোন মতে জীবন জীবিকা নির্বাহ করতে পারবো। উপস্থিত অতিথি বৃন্দ সহ স্থানীয় এলাকাবাসি এ ধরনের সহযোগিতা আরও বৃদ্ধি করার জন্য সংগঠনের নিকট জোর দাবি জানিয়েছে।