হোম অন্যান্যসারাদেশ কয়রার গঙ্গাচরণ এলাকায় কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, পা, মাথা ও চামড়া জব্দ

মোংলা প্রতিনিধি:

খুলনা জেলার কয়রা থানাধীন গঙ্গাচরণ এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ১১ কেজি হরিণের মাংস,০৮টি পা,০২টি মাথা ও ০২টি হরিণের চামড়া জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ২০ আগস্ট ২০২৩ আনুমানিক রাত ২২২৫ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কয়রা কর্তৃক খুলনা জেলার কয়রা থানাধীন গঙ্গাচরণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে ১১ কেজি হরিণের মাংস, ০৮ টি পা, ০২ টি মাথা ও ০২ টি হরিণের চামড়া জব্দ করা হয়।

এসময় কোস্ট গার্ড এর উপস্থিতি বুঝতে পেরে রাতের অন্ধকারে হরিণের মাংস পাচারকারীরা জঙ্গলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত হরিণের মাংস, পা, মাথা ও হরিণের চামড়া কোবাদক ফরেস্ট অফিস সাতক্ষীরা রেঞ্জের স্টেশন কর্মকর্তা এম মোবারক হোসেন এর নিকট হস্তান্তর করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন