হোম ফিচার ক্ষমতায় টিকে থাকার দেনদরবার করতে ভারতে প্রধানমন্ত্রী: বিজভী

রাজনীতি ডেস্ক :

ক্ষমতায় টিকে থাকার দেনদরবার করতেই প্রধানমন্ত্রী ভারত সফরে গেছেন। সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণেই প্রতিবেশী দেশ থেকে কিছু আনতে পারছে না বাংলাদেশ। এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সকালে জাতীয়তাবাদী মহিলা দলের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী বলেন, মিয়ানমার বাংলাদেশ সীমান্তে বোমা ফেলে গেলেও কঠোর ভাষায় প্রতিবাদ করার সক্ষমতাও হারিয়ে ফেলেছে সরকার। দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে বলেও অভিযোগ করেন রিজভী।

রুহুল কবির রিজভী আরও বলেন, প্রধানমন্ত্রী এ সময় ভারতে গিয়ে ন্যায্য হিস্যা আদায় করতে ব্যর্থ হয়েছেন। তিনি তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারেননি, সীমান্ত হত্যা বন্ধ করতে পারেননি; বরং পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছিলেন–ক্ষমতায় টিকে থাকতে দেনদরবার করতে গেছেন তিনি। জনগণ সেটিকে সত্যি বলে মনে করছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন