হোম অন্যান্যসারাদেশ ক্ষমতায় টিকে থাকতে আ’লীগ দিশেহারা-আকবর খান

সংকল্প ডেস্ক :

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য ও দশম জাতীয় কংগ্রেস প্রস্তুতি কমিটির সদস্য সচিব আকবর খান বলেন, দেশের মানুষ আজ ঘরের কোণে বসে ঘুমরে ঘুমরে কাঁদছে। চরমে তাদের অর্থনৈতিক সংকট। আয় রোজগার সঙ্কুচিত হয়ে গেছে। বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়ছে। গ্রাম শহরে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, চুরি ডাকাতি হচ্ছে। মানুষ এখন নিরুপায়। তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে সাত দিনের বাজার করতে গিয়ে দাম শুনে বিচলিত হয়ে কেউ কেউ এক দিনের বাজারও করতে পারছে না। এতে প্রমাণিত আওয়ামী ফ্যাসিবাদী সরকার জুলুমবাজ ও গণবিরোধী। শুধু জনগণের টাকা লুট করতেই ওই দলের কিছু নেতা প্রতিদিন গলাবাজি করছে। অথচ ছেলে-মেয়েদের স্কুলের বেতন জোগাড় করতে না পেরে অনেকে আত্মহত্যা করছে। এর জন্যই ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়নি। সেদিনে লক্ষ ছিল সকল শ্রেণির মানুষের অর্থনৈতিক মুক্তি। স্বাধীনতার এত বছর পরেও দেশের মানুষের সেই কাঙ্খিত স্বপ্ন পূরণ হয়নি। সামনে দ্বাদশ সংসদ নির্বাচন। ওই নির্বাচনকে কেন্দ্র করে আ’লীগ বিদেশী বন্ধুদের মদদে আবারও ক্ষমতায় টিকে থাকতে দিশেহারা হয়ে উঠেছে। এই আ’লীগ সমর্থিত ফ্যাসিবাদী সরকার আগামীতে ক্ষমতায় আসলে সকল শ্রেণির মানুষের অবস্থা আরও জরার্জীণ হয়ে পড়বে। সেজন্য দলকে সুসংগঠিত করতে হবে। দলের কর্মী বৃদ্ধি করতে হবে। রাজনৈতিক পরিধি সম্প্রসারণ করতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ করে এদের নিয়ে রাজপথে আন্দোলন গড়ে তুলতে হবে। এজন্য নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করার পরামর্শ দেন। মঙ্গলবার সকাল ১১ টায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আকবর খান বলেন, আজ আ’লীগ জনগণকে বানিয়েছে প্রতিপক্ষ। জনগণের সঙ্গে তাদের শত্রুতা। জনগণের ভোটের অধিকার, মানবাধিকার তারা স্বীকার করতে চান না। তাই তারা বিদেশিদের কাছে দেশের সার্বভৌমত্বকে দুর্বল করে নিজেদের টিকে থাকার জন্য হাত প্রসারিত করেছে।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক এ টি এম রইফ উদ্দীন সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব মো. মুনসুর রহমান। তিনি সংগঠনের বিগত দিনের কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি আয় ও ব্যয়ের রিপোর্ট পেশ করেন। এছাড়াও বক্তব্য রাখেন পৌর প্রাথমিক শাখা কমিটির আহবায়ক মো. বায়েজীদ হাসান ও সদস্য সচিব মো. আলাউদ্দিন প্রমূখ। এসময় সদস্য মধুসূদন বিশ্বাস ও আরিফুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে এটিএম রউফ উদ্দিন সরদারকে আহবায়ক ও মো. মুনসুর রহমানকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলার সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন করেন দশম জাতীয় কংগ্রেস প্রস্তুতি কমিটির সদস্য সচিব আকবর খান। এবং আগামী ২৮ অক্টোবর সাতক্ষীরা জেলা শাখার সম্মেলনের তারিখ প্রাথমিকভাবে নির্ধারিত হয়। উক্ত সম্মেলন সফল করতে সর্বশ্রেণির মানুষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন