রাজনীতি ডেস্ক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির অহিংস আন্দোলনে সহিংসতা করতে ক্ষমতাসীনরা আবারও নতুন করে আগুন সন্ত্রাসের নাটক সাজাচ্ছে। সবাইকে ক্ষমতাসীনদের এ নতুন আগুন সন্ত্রাসের বিষয়ে সজাগ থাকাতে হবে।
মঙ্গলবার (৮ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের র্যালি-পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, আগুন সন্ত্রাসের নাটক শুরু হয়ে গেছে; আবার কান্নাকাটি শুরু হয়েছে। বিএনপি সন্ত্রাসী দল নয়; বরং আওয়ামী লীগ আগুন দিয়েছে, লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করেছে। আওয়ামী লীগের রেকর্ড আছে। বিএনপির কাছে যথেষ্ট প্রমাণ আছে কারা আগুন সন্ত্রাস করে বিএনপির আন্দোলনে দায় চাপিয়েছে। মানুষ জানে কারা আগুন সন্ত্রাস চালিয়েছে।
তিনি বলেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। আন্দোলনের মাধ্যমে সরকারকে সরাতে হবে। আওয়ামী লীগ চায় যে কোনো অবস্থায় বিএনপিকে নির্বাচনে নিয়ে আবারও আগের মতো নির্বাচন করবে। এবার তা হবে না। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবে না।