হোম আন্তর্জাতিক ক্লাসরুমে সিংহ, স্কুল বন্ধ!

আন্তর্জাতিক ডেস্ক :

বাচ্চাদের স্কুলে ঢুকে পড়ল পাহাড়ি সিংহ। যুক্তরাষ্ট্রের অকল্যান্ডে ঘটেছে এমন ঘটনা। সিংহ ঢোকার ঘটনায় পুরো বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এনডিটিভির খবর।

অকল্যান্ডে চিড়িয়াখানার পক্ষ থেকে জানানো হয়েছে মূল ঘটনা। তারা টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে। এছাড়া লিখেছে, আমরা এইমাত্র একটি সিংহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। সিংহটির বয়স ছয় থেকে আট মাস।

সিংহটি পেসকাদেরো হাই স্কুলে পাওয়া যায়। ‘ক্যালিফোর্নিয়া ডিএফডব্লিউ’ নামে একটি সংস্থাকে ফোন করার পর তারা সিংহটিকে চেতনানাশক দিয়ে উদ্ধার করে। এরপর প্রাথমিকভাবে সিংহটি অকল্যান্ড চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষকের টেবিলের নিচে সিংহটি বসে ছিল।

পশু চিকিৎসক হার্মান এবং তার দল সিংহটির স্বাস্থ্য পরীক্ষা করে দেখছে। তিনি জানান, সিংহটির একটি দাঁতে আঘাত রয়েছে এবং দাঁতটি ফেলে দেওয়ার প্রয়োজন হবে। চিকিৎসা শেষ হলে ক্যালিফোর্নিয়া ফিস অ্যান্ড ওয়াইল্ড লাইফের আওয়তায় কোনো একটি স্বীকৃত চিড়িয়াখানায় রাখা হবে। এর আগে পর্যন্ত আমরাই তার যত্ন নেব।

শেরিফ অফিস থেকে জানানো হয়েছে, এক শিক্ষক প্রথমে ইংরেজি ক্লাসরুমের ভেতরে সিংহটিকে দেখতে পান। এরপর থেকে সিংহটি উদ্ধারের আগ পর্যন্ত টেবিলের নিচেই ছিল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন