হোম আন্তর্জাতিক ক্রিমিয়ায় রুশ নৌ সদর দফতরে আঘাত হানল ইউক্রেনের ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়া অধিকৃত ক্রিমিয়া লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইউক্রেন। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে অন্তত একটি রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌ সদর দফতরে আঘাত হেনেছে। এতে সদরদফতরে আগুন ধরে গেছে। খবর আল জাজিরার।

বিবিসির প্রতিবেদন মতে, শুক্রবার (২২ সেপ্টেম্বর) ক্রিমিয়া লক্ষ্য ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। হামলার পর বাহিনীর পক্ষ থেকে বলা হয়, সেবাস্তোপোলে একটি নৌঘাঁটিতে সফলভাবে হামলা চালিয়েছে তারা।

রাশিয়াও এই হামলার কথা স্বীকার করেছে এবং হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে। রুশ কর্মকর্তারা বলেন, ক্রিমিয়া লক্ষ্য করে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

ক্রিমিয়ায় মস্কো নিযুক্ত গভর্নর সের্গেই আকসিওনভ এক টেলিগ্রাম বার্তায় বলেছেন, ক্রিমিয়া প্রজাতন্ত্রের ভূখণ্ডে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোকে গুলি করে ধ্বংস করা হয়েছে। তবে কতটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে তা উল্লেখ করেননি তিনি।

এদিকে ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনীও। আল জাজিরার প্রতিবেদন মতে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহরে খেরসনে রাশিয়ার গোলাবর্ষণে অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

এদিকে সামরিক সহায়তার আশায় কানাডা সফর শুরু করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই সফরে তার সঙ্গে রয়েছেন ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কাও। যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার (২২ সেপ্টেম্বর) তারা কানাডায় যান। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাদের স্বাগত জানান।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কির এই সফরে জাস্টিন ট্রুডো সরকারের কাছ থেকে বড় ধরনের সহায়তার ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্র থেকে আব্রামাস ট্যাঙ্ক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন জেলেনস্কি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন