হোম খেলাধুলা ক্রিকেটের সর্বনিম্ন বয়সসীমা নির্ধারণ নিয়ে ভাবছে আইসিসি

ক্রিকেটের সর্বনিম্ন বয়সসীমা নির্ধারণ নিয়ে ভাবছে আইসিসি

কর্তৃক Editor
০ মন্তব্য 31 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
বৃহস্পতিবার থেকে সিঙ্গাপুরে শুরু হয়েছে আইসিসির বার্ষিক সম্মেলন। চার দিন চলবে এই সম্মেলন। আইসিসির নতুন সভাপতি জয় শাহ এবং প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তের নির্বাচিত হওয়ার পর এটি তার প্রথম বার্ষিক সম্মেলন সভা। বার্ষিক এই সভায় ক্রিকেটের একাধিক নিয়মের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে টি-টোয়েন্টি ফরম্যাটে থাকবে ক্রিকেট টুর্নামেন্ট।

তবে কীভাবে কিংবা কোন ফরম্যাটে অলিম্পিকে বাছাইপর্ব অনুষ্ঠিত হবে, বিষয়টি আইসিসির ওপর ছেড়ে দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এবারের বার্ষিক সম্মেলনে আসতে পারে বড় একটি পরিবর্তন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের মতে, এতদিন আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড়দের অভিষেকের নির্দিষ্ট কোনো বয়সসীমা না থাকলেও এবার ন্যূনতম বয়সসীমা নিয়ে ভাবছে বিশ্বক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

চলমান বার্ষিক সম্মেলনে এই বিষয় নিয়ে প্রস্তাব রাখা হবে। সবার আগে এই বিষয়টি সামনে নিয়ে আসে আইসিসির মেডিক্যাল উপদেষ্টা কমিটি। তাদের মতে, ক্রিকেটে ইনজুরি এবং অপ্রত্যাশিত ঘটনার ঝুঁকি কমাতে এমন প্রস্তাব রেখেছেন তারা। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চলবে আগের মতো, থাকছে না কোনো বয়সসীমা।

এছাড়াও টেস্ট ক্রিকেটের অবকাঠামোতে পরিবর্তন নিয়ে আলোচনা হবে এই বার্ষিক সম্মেলনে। টেস্ট ক্রিকেটের অবকাঠামো পরিবর্তে সমর্থন দিয়েছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন