হোম খেলাধুলা ক্যারিবীয়দের বড় ব্যবধানে উড়িয়ে সিরিজ জিতে নিলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক:

দ্বিতীয় ওয়ানডেতেও পাত্তা পেল না ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৩ রানের বড় হারে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইয়েছে তারা।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রোববার (৪ ফেব্রুয়ারি) ২৫৯ রান তাড়া করতে নেমে অ্যাবট-হ্যাজলউডদের বোলিং তোপে ৪৩.৩ ওভারে ১৭৫ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। ব্যাট হাতে ৬৯ রানের পর বল হাতে ৪০ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন শন অ্যাবট।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২৩১ রান করে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্বিতীয় ওয়ানডেতে বোলিংটা ভালোই ছিল ক্যারিবীয়দের। কিন্তু ব্যাট হাতে এদিনও জ্বলে উঠতে পারেনি তাদের ব্যাটাররা। দলের খাতায় ১৯ রান যোগ হতেই অ্যারন হার্ডির শিকার হন অ্যালিক অ্যাথানেজ। ১৪ বলে ১১ রান আসে তার ব্যাট থেকে। দলীয় ৩৪ রানের মধ্যে টপ অর্ডারের বাকি দুই ব্যাটার জাস্টিন গ্রিভস ও জর্ন ওটলিকে সাজঘরের পথ দেখান জশ হ্যাজেলউড ও অ্যাবট। দুজনই সমান ৮ রান করে আউট হন।

চতুর্থ উইকেটে হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক শাই হোপ ও কিচি কার্টি। তাদের জুটিতে আসে ৫৩ রান। ৬৫ বলে ২৯ করা হোপকে বোল্ড করে ক্যারিবীয়দের ম্যাচে ফেরার আশা ভেঙে দেন হ্যাজেলউড। ক্রিজে স্থায়ী হতে পারেননি কার্টিও। ৫১ বলে ৪০ রান করে তিনি অ্যাবটের বলে কট বিহাইন্ড হন।

এরপর রস্টন চেজ ৪১ বলে ২৫ ও আলজারি জোসেফ ১৫ বলে ১৯ রান করলেও বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে প্রবেশ করতে পারেননি। অ্যাবট, হ্যাজেউড ও উইল সাদারল্যান্ডের তোপে ১৭৫ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা।

এদিন শুরুটা ভালো ছিল না অস্ট্রেলিয়ারও। জোসেফ-থমাস-মোতিদের তোপে মাত্র ৯১ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে অজিরা। জেক ফ্রেজার-ম্যাকগার্ক ৫ বলে ১০, জশ ইংলিস ১১ বলে ৯, ক্যামেরন গ্রিন ৪১ বলে ৩৩, অধিনায়ক স্টিভেন স্মিথ ১০ বলে ৫ আর মার্নাস লাবুশেন ৩৩ বলে ২৬ রান করে আউট হন। ষষ্ঠ উইকেটে দলের হাল ধরেন ম্যাথু শর্ট ও অ্যারন হার্ডি। তবে তাদের জুটিতে ৫১ রানের বেশি আসতে দেননি গুদাকেশ মোতি। ৩৬ বলে ২৬ রান করে দলীয় ১৪২ রানে আউট হন হার্ডি। আর দলীয় ১৬৭ রানে ৫৫ বলে ব্যক্তিগত ৪১ রানের ইনিংস খেলে বিদায় নেন ম্যাথু শর্ট।

এরপর দলের হাল ধরেন অ্যাবট। ৬৩ বলে ১ চার ও ৪ ছক্কায় তার ৬৯ রানের ক্যামিও ইনিংসে ভর করে লড়াকু পুঁজি পেয়ে যায় অজিরা। ক্যারিবীয়দের পক্ষে দুর্দান্ত বোলিংয়ে ২৮ রান খরচায় ৩ উইকেট নেন মোতি। ২টি করে উইকেট নেন জোসেফ ও রোমারিও শেফার্ড। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়াবে ক্যানবেরাতে আগামী ৬ ফেব্রুয়ারি। ৫০ ওভারের লড়াই শেষে দুদল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন